AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৩ পিএম, ১৯ আগস্ট, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

গাজায় ইসরায়েলি হামলায় গত ১০ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৯২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১৮ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ১০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৭২ জন।

আল-আকসা শহীদ হাসপাতালের একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন এবং আরো দুজন আহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে এক শিশুসহ আরো ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরো ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

এদিকে রোববার ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসে তাদের স্থল আক্রমণ আরো সম্প্রসারিত করেছে এবং শহরের পশ্চিম অংশে অবস্থিত হামাদ শহরে পৌঁছে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় এক হাজার ১৯৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। হামাসের হাতে জিম্মি হন ২৫১ জন মানুষ, যাদের ১১১ জন এখনো গাজায় আটক আছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জিম্মিদের মধ্যে ৩৯ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

সেদিন থেকেই গাজায় নির্বিচার ও প্রতিশোধমূলক গণহত্যা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!