AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের ৭ জনকে মুক্তি দিয়েছে হামাস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৪ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের ৭ জনকে মুক্তি দিয়েছে হামাস

গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাস সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এর বাইরে আরও ১৩ বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে, প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছেন। খবর আল–জাজিরার।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন, যেখানে ইসরায়েলি সংসদ ‘কনেসেট’-এ ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে নির্ধারিত গাজা যুদ্ধবিরতি সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

উত্তর গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে বহু ফিলিস্তিনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ঘরে ফিরে যাচ্ছেন। তবে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সরঞ্জামের ঘাটতি এখনও প্রকট বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!