কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ দারাজ সাদ আল-শুরাইয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।
দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন তারা।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় পক্ষ।
একুশে সংবাদ/ ঢা.প./সাএ