দক্ষিণ আফ্রিকার লিম্পোপোতে লুই ট্রাইচার্ডের বাইরে এন১-এ রোডে একটি বাস দুর্ঘটনায় ৪২ জন যাত্রী নিহত হয়েছে এবং ৪৯ জন আহত হয়েছেন।
রবিবার ১২ অক্টোবর রাতে লিম্পোপোর একটি বাস পূর্ব কেপের গেকেবারহা থেকে জিম্বাবুয়ে এবং মালাউই যাচ্ছিলেন। বাসটি খাড়া পাহাড়ি গিরিপথ ধরে রাস্তা থেকে সরে গিয়ে একটি বাঁধে পড়ে লুই ট্রাইচার্ডের বাইরে এন১-এ রোডে দুর্ঘটনায় ৪২ জন যাত্রী নিহত হয়েছে এবং ৭ জন শিশু সহ ৪৯ জন আহত হয়েছেন।
আহতের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩১ জন গুরুতর আহত হয়েছে এবং ১২ জন সামান্য আহত হয়েছে। আহতদের লুই ট্রাইচার্ড সিলোম এবং এলিম হাসপাতালগুলিতে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আহত একটি শিশুকে বিমানে করে শিলিদজিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লিম্পোপো প্রাদেশিক সরকারের পক্ষ থেকে, জিম্বাবুয়ে এবং মালাউই সহ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়েছে। এবং সকল জীবিতদের পূর্ণ এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা জিম্বাবুয়ে এবং মালাউই জাতির প্রতি তার সমবেদনা জানিয়েছেন।