AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের তিন কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫১ এএম, ১৪ অক্টোবর, ২০২৫

ভারতের তিন কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

ভারতের তিনটি কফ সিরাপের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশুদের জন্য তৈরি এসব সিরাপে বিপজ্জনক মাত্রায় ডায়াথিলিন গ্লাইকোল নামের এক রাসায়নিক উপাদান পাওয়া গেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, সংশ্লিষ্ট তিনটি কফ সিরাপ হলো—
১. কোল্ডরিফ, উৎপাদনকারী প্রতিষ্ঠান: শ্রেসান ফার্মাসিউটিক্যালস
২. রেসপিফরেশ টিআর, উৎপাদনকারী প্রতিষ্ঠান: রেডনেক্স ফার্মাসিউটিক্যালস
৩. রিলাইফ, উৎপাদনকারী প্রতিষ্ঠান: শেপ ফার্মা

প্রতিষ্ঠানগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এই সিরাপ তৈরি করেছিল। পরীক্ষায় দেখা গেছে, সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে ৫০০ গুণ বেশি। এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার প্রাণঘাতী বিষক্রিয়ার কারণ হতে পারে।

গত আগস্টে ভারতের মহারাষ্ট্র রাজ্যে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ জন শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে ভারতীয় অন্য এক কোম্পানির কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ জন শিশুর মৃত্যু হয়েছিল।

ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তা সম্পর্কে অবগত এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর ও নিখুঁত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স

 

 

একুশে সংবাদ/ ঢা.প./ সাএ

 

Link copied!