লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ৭৫ জন আরোহী নিয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর দিয়েছে আলজাজিরা।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আরও জানায়, জীবিতদের মধ্যে অন্তত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আইওএম এক্সে (পূর্বের টুইটার) দেওয়া বার্তায় বলেছে, সমুদ্রপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা বন্ধ করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
ভূমধ্যসাগর অভিবাসীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হয়েছে। কেবল গত বছরই এই পথে অন্তত ২ হাজার ৪৫২ জন শরণার্থী প্রাণ হারিয়েছেন। এর আগে গত মাসে ইয়েমেনের উপকূলে নৌকা ডুবে ৮৬ জন নিহত হন।
আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে লিবিয়ায় প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী অবস্থান করছেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপমুখী অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট পয়েন্টে রূপ নেয়। তবে গৃহযুদ্ধ ও সহিংসতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার উপকূলে নৌডুবি ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এ ছাড়া মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের তথ্যে উঠে এসেছে, দেশটিতে অভিবাসীদের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও যৌন সহিংসতার মতো ঘটনাও বাড়ছে।
একুশে সংবাদ/এ.জে