ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) আয়োজিত জনসভায় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানায়, ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানান, মৃতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছে।
পুলিশ সূত্র জানায়, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছানোর পর হাজারো ভিড় ব্যারিকেডের দিকে ছুটে যায়। এসময় হুড়োহুড়ি ও দমবন্ধকর পরিস্থিতি তৈরি হলে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন এবং তাতেই পদদলনের ঘটনা ঘটে।
আরেকটি সূত্রের তথ্যমতে, সমাবেশে সর্বোচ্চ ৩০ হাজার মানুষের সমাগম হবে বলে অনুমান ছিল। কিন্তু উপস্থিতি প্রায় ৬০ হাজারে পৌঁছায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।
এদিকে এনডিটিভি জানিয়েছে, নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর থালাপতি বিজয় সমাবেশস্থলে আসেন। দীর্ঘ প্রতীক্ষা ও অতিরিক্ত ভিড়ের কারণে ভোগান্তি বেড়ে যায়, আর শেষ পর্যন্ত ঘটে যায় এ ভয়াবহ বিপর্যয়।
একুশে সংবাদ/এ.জে