ইসরায়েলের দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।
রোববার (২১ সেপ্টেম্বর) একে একে তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেয়। প্রথমে কানাডা, এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষে যুক্তরাজ্য এ সিদ্ধান্ত জানায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধান এগিয়ে নিতে আজ যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, “আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। পাশাপাশি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য অংশীদার হিসেবে কাজ করার অঙ্গীকার করছি।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও একই দিনে ঘোষণা দেন, “এটি কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে একটি যৌথ উদ্যোগ, যা দ্বিরাষ্ট্র সমাধানকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

