AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগালও


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৩ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগালও

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রোববার নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে সাংবাদিকদের এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল।

তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির মৌলিক নীতির অংশ এবং ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্র ব্যবস্থা।

গাজায় চলমান যুদ্ধবিরতি এখন জরুরি উল্লেখ করে র‍্যাঞ্জেল বলেন, এ স্বীকৃতি মানবিক বিপর্যয় মুছে দেবে না। তবে গাজায় দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকে পর্তুগাল দৃঢ়ভাবে নিন্দা জানায়।

এর আগে একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি–৭ দেশ হিসেবে এমন সিদ্ধান্ত নিল।

আশা করা হচ্ছে, সোমবার থেকে নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!