দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর তাণ্ডবে মেক্সিকো জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
রবিবার এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যে জানা যায়, ঝড় ও ভারী বর্ষণে মেক্সিকোর পাঁচটি প্রদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভেরাক্রুজ প্রদেশে, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো প্রদেশে মারা গেছেন ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে।
প্রচণ্ড বাতাস ও ভারী বর্ষণে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে মেক্সিকোর সেনা ও জরুরি সেবা সংস্থাগুলো।
একুশে সংবাদ/এ.জে