AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৩৩ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে তা স্থানীয় এক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তার সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হেলিকপ্টারটিতে ছোট ধরনের হাইড্রোলিক সমস্যা দেখা দিয়েছিল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা পরিকল্পিত গন্তব্যের আগেই নিরাপদে অবতরণ করেন। পরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিকল্প হেলিকপ্টারে যাত্রা অব্যাহত রাখেন।

নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট দেরিতে স্ট্যানস্টেডে পৌঁছান ট্রাম্প। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই বিলম্বের কারণ উল্লেখ করেনি।

উড্ডয়নের কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প রসিকতা করে বলেন, “আশা করি আমরা সবাই নিরাপদে এয়ার ফোর্স ওয়ানে ফিরব। জানেন কেন আমি এটা বলছি? কারণ আমি নিজেই ওই ফ্লাইটে আছি, না হলে হয়তো এতটা ভাবতাম না।”

এর আগে, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। দুই দেশই জানিয়েছে, এ উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব অর্জনে সহায়তা করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!