AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডুবল আরেক মার্কিন ব্যাংক, কোন পথে মার্কিন অর্থনীতি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৩ পিএম, ১৩ মার্চ, ২০২৩
ডুবল আরেক মার্কিন ব্যাংক, কোন পথে মার্কিন অর্থনীতি

সিলিকন ভ্যালির পর এবার দেউলিয়ার খাতায় নাম লিখিয়েছে মার্কিন আরও এক ব্যাংক। নিউইয়র্কভিত্তিক এ ব্যাংকটির নাম ‘সিগনেচার ব্যাংক’। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে; যা সামগ্রিকভাবে ব্যাহত করতে পারে দেশটির গোটা অর্থনীতিকে।

 

রোববার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

মার্কিন কর্তৃপক্ষ সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) থেকে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ উদ্ধার করতে এবং গ্রাহক চাহিদা মেটাতে অন্যান্য প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন ট্রেজারিসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, এসভিবির আমানতকারীরা সোমবার (১৩ মার্চ) থেকে ব্যাংকটিতে জমা রাখা অর্থ তুলে নিতে পারবেন।

 

একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিগনেচার ব্যাংকের বেলায়ও। ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) ও মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাংকটি রোববার বন্ধ করে দেয়া হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ার মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় ব্যাংকটি বন্ধ করা হয়েছে। এর গ্রাহকদের ক্ষেত্রেও এসভিবির মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।

 

এদিকে, পরপর দুটি ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, আবারও হয়তো ২০০৭-২০০৮ সালের মতো ব্যাংকিং সেক্টরে একটি আঘাত আসতে যাচ্ছে। তবে দেশটির আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থাগুলো এখনো সেরকম কিছু ভাবছে না। তারা বলছে, এখনো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি।

 

অনেক বিশ্লেষকই মনে করছেন, এসভিবির দেউলিয়া হওয়ার ঘটনা কোনো ডমিনো ইফেক্ট তৈরি করবে না, যার ফলে অন্যান্য ব্যাংকও প্রভাবিত হতে পারে। এ বিষয়ে বাজার বিশ্লেষক এড মোয়া বলছেন, ‘এ ব্যাংকের দেউলিয়া হওয়ার প্রভাব বড় আকারে পড়ার সম্ভাবনা কম। তবে যেসব ছোট ছোট ব্যাংক প্রযুক্তি এবং ক্রিপ্টোর মতো শিল্পের সঙ্গে কাজ করছে, তারা একটি খারাপ সময় পার করতে পারে।’

 

এড মোয়ার সেই আশঙ্কা সত্যি করে দিয়েই যেন মাত্র দুদিনের মাথায় দেউলিয়া হয়ে গেল সিগনেচার ব্যাংক।

 

এদিকে, আগাম সতর্কতার অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে, তার ব্যাংকগুলোকে অতিরিক্ত তহবিল সরবরাহ করবে। সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমাদের ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা জোরদার করে মার্কিন অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি।’

 

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, সরকার এসভিবির দেউলিয়া হওয়ার বিষয়টি যাতে ‘আর্থিক সংক্রামক’ হিসেবে না দেখা দেয়, তা এড়াতে চায়। তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার নিশ্চিত করতে চায়, একটি ব্যাংকের সমস্যা যেন অন্য ব্যাংকে সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে কাজ করছি আমরা।’

 

একুশে সংবাদ.কম/ঢ.প.প্র/জাহাঙ্গীর

Link copied!