মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় নোহা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সালাউদ্দিন আহমেদ (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। নিহত সালাউদ্দিন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
অন্যদিকে, একই দিন বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রোকেয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হন। তিনি উপজেলার ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, “চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে রোকেয়া বেগমের মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।”
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং দিনমজুর পরিবারের সদস্য। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
একুশে সংবাদ/এ.জে