অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, উপদেষ্টা পরিষদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুলাই সনদকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এতে সংবিধান, প্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে