AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেমরা–রূপগঞ্জ–কালীগঞ্জ সড়ক নির্মাণে ধীরগতি: চরম ভোগান্তিতে হাজারো মানুষ



ডেমরা–রূপগঞ্জ–কালীগঞ্জ সড়ক নির্মাণে ধীরগতি: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া ডেমরা–রূপগঞ্জ–কালীগঞ্জ সড়কটির নির্মাণকাজে ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এ সড়ক দিয়েই যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রূপগঞ্জ থানায়। কিন্তু রাস্তার বেহাল দশা ও দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজের ধীরগতি মানুষকে ফেলেছে সীমাহীন কষ্টে।

রোগী নিয়ে হাসপাতালে যেতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। থানার সামনে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। সেবা নিতে এসে ভুক্তভোগীরাও পড়ছেন ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

দক্ষিণ নবগ্রাম থেকে মাঝিনা নদীর পাড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে মাসের পর মাস ধরে কাজ চলছে ধীরগতিতে। এতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই যেখানে হাঁটুসমান পানি জমে যায়। ফলে যানবাহন চলাচল প্রায়ই বন্ধ হয়ে পড়ে।

প্রকল্প অনুযায়ী ১৮.৬২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে ২৪ ফুট প্রস্থের রাস্তা ও উভয় পাশে ফুটপাত, চারটি ইউ-ড্রেন, ৪.৫০ কিলোমিটার বক্স ড্রেন, দুটি বক্স কালভার্ট এবং ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কথা রয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা।

২০২৩ সালের ২৯ মে কাজ শুরু করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রথমে ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে এখন ২০২৫ সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে। তবুও এখনো কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।

নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে, জমির মালিকানা জটিলতা, বিদ্যুৎ খুঁটি অপসারণ না হওয়া, ক্ষতিপূরণ বিল না পাওয়া ও অতিবৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে।

রাতের আঁধারে ভারী যানবাহন চলাচল করায় সড়কের গর্ত আরও গভীর হয়েছে। এতে প্রতিদিনই ঘটছে ছোট–বড় দুর্ঘটনা। স্কুল–কলেজের শিক্ষার্থী থেকে সাধারণ যাত্রী—সবাই পড়ছেন দুর্ভোগে।

স্থানীয় ব্যবসায়ী আবদুর রহিম বলেন, “এই রাস্তা দিয়ে থানায় বা হাসপাতালে যেতে এখন ভয় লাগে। রোগী নিয়ে গেলে কখন গাড়ি কাদায় আটকে যায়, বোঝাই যায় না।”

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন,“বিভিন্ন প্রতিকূলতায় কাজ ব্যাহত হলেও এখন গতি বাড়ানো হয়েছে। অচিরেই কাজের অগ্রগতি দৃশ্যমান হবে।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “সড়ক নির্মাণ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!