AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে স্বর্ণ, টাকা ও জমির দলিলপত্র নিয়ে গেছে চোরের দল



বোয়ালখালীতে স্বর্ণ, টাকা ও জমির দলিলপত্র নিয়ে গেছে চোরের দল

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দুবাই প্রবাসী নুরুল হুদার নতুন বাড়ি ‘বেগম নজুমিয়া মঞ্জিল’-এ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সবাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাইরে ছিলেন। শুক্রবার সকালে বাড়িতে ফিরে দেখেন, মূল গেইটের তালা অক্ষত থাকলেও ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতর থেকে লক করা। ঘরে প্রবেশ করলে দেখা যায়, সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী শাহনাজ বেগম বলেন, “এক আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি নগদ ৭০ হাজার টাকা, এক ভরি স্বর্ণের চেইন ও কানের দুল, তিনটি মোবাইল ফোন এবং জমির দলিলপত্র চুরি হয়েছে। ঘরে থাকা সিসি ক্যামেরার ডিভাইসও খুলে নিয়ে গেছে চোরেরা, যাতে শনাক্ত করা না যায়।”

তিনি আরও জানান, চোরেরা ঘরের পেছনের দেয়াল টপকে প্রবেশ করেছে। তবে সামনের গেইটের তালা অক্ষত ছিল, ভিতরের দরজার তালাগুলো ভেঙে ফেলা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সচরাচর চোরেরা জমির কাগজ নিয়ে যায় না। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!