আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সদ্য অনুষ্ঠিত বোর্ড নির্বাচনে পরিচালনা পর্ষদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন, এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হন আরও দুজন পরিচালক। মোট ২৫ জনের ভোটেই নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচন সম্পন্ন হয়।
সভাপতি পদে পুনরায় বুলবুল
বিসিবির আগের কমিটিতেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীনভাবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে পরিচালকদের অনাস্থা ভোটে তার পদচ্যুতি হলে নতুন সভাপতি হন বুলবুল। এবার নির্বাচনের মাধ্যমে ফারুক আহমেদ সহসভাপতি পদে ফিরে এসেছেন।
ক্যাটাগরি–১ (বিভাগীয় প্রতিনিধি)
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান
বরিশাল বিভাগ: সাখাওয়াত হোসেন
সিলেট বিভাগ: রাহাত শামস
রাজশাহী বিভাগ: মোখলেসুর রহমান
রংপুর বিভাগ: হাসানুজ্জামান
ক্যাটাগরি–২ (ঢাকা ক্লাব প্রতিনিধি)
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান প্রতিনিধি)
এই ক্যাটাগরিতে সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জয়ী হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রার্থী দেবব্রত পালকে পরাজিত করেন।
এনএসসি মনোনীত পরিচালক
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন এম. ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী চার বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করবে।
একুশে সংবাদ/এ.জে