পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ ঘটাতে, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ভাঙ্গুড়া ব্রেভ চ্যালেঞ্জার্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বায়েজিদ হোসেন বোস্তামী`র সভাপতিত্বে ও সদস্য সচিব নিহাজ অভি ডাবলু`র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।
উদ্বোধনী বক্তব্যে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, আজকের ইলেকট্রনিক মিডিয়া তরুণ প্রজন্মকে গৃহবন্দি ও মানসিকভাবে বিপন্ন করে তুলেছে। এ অবস্থা থেকে একমাত্র ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ শ্রেণিকে রক্ষা করা যেতে পারে। সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষকবৃন্দ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক লিটন সরকার, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শায়েখ মো. আবু সাঈম সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাকলাইন মোস্তাক রাতুল, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মামুন প্রামানিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মারুফ খাঁন, ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন, কলেজের শিক্ষার্থীসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কলেজের সবুজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
একুশে সংবাদ//র.ন