ক্যাম্পাসের পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে কবি নজরুল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান এবং উপাধ্যক্ষ হায়দার মিঞা সহ গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা।
কর্মসূচিতে ফুলগাছ, ফলদ ও বনজ সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। এ সময় অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, বৃক্ষরোপণ একটা ভালো উদ্যোগ এ ধরনের কাজ চলতে থাকলে ক্যাম্পাসের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে । গাইবান্ধা জেলা কল্যাণ ভালো উদ্দ্যোগ নিয়েছে।
গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি শাহ মোঃ আরিফ বলেন ক্যাম্পাসের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
একুশে সংবাদ//র.ন