জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় মালদ্বীপে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বীচ হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রওনা হয়েছে। দলটি গতকাল রাত ২:১৫ টায় শ্রীলংকা হয়ে রওনা হয়ে আজ সকাল ১০:৩০ টায় নিরাপদে মালদ্বীপে পৌঁছেছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ভারত, পাকিস্তান এবং স্বাগতিক মালদ্বীপ অংশগ্রহণ করছে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
দলের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক সালমান খান। খেলোয়াড়রা হলেন মোঃ নাহিদ আলী, মোঃ আব্দুর রউফ, মোঃ খোকন মোল্লা, অনিক পারিয়াল, মোঃ রুবেল হোসেন, কে এস ওয়াং মার্মা ও মোঃ নাফিজ ফুয়াদ।
ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মিজানুল ইসলাম ও মোঃ মাহবুবুল আলম চৌধুরী। সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন কাজী রাশেদ নেওয়াজ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

