এএফসি নারী এশিয়া কাপ বাছাইপর্বে শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমারকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে এই জয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূলপর্বে খেলার স্বপ্ন আরও জোরালো হলো লাল-সবুজের মেয়েদের জন্য।
বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ১৮তম মিনিটে তার প্রথম গোলটি আসে বক্সের বাইরে থেকে নেওয়া একটি ফ্রি কিক ফিরতি বলে দুর্দান্ত শটে। ওই ফ্রি কিকটি এসেছিল শামসুন্নাহারের দুর্দান্ত একটি দৌড়ের ফাউল থেকে। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন ঋতুপর্ণা।
প্রথমার্ধে লিড নেওয়ার পর বাংলাদেশ বেশ কিছু সময় মাঠে আধিপত্য ধরে রাখলেও শেষ দিকে মিয়ানমার আক্রমণাত্মক হয়ে ওঠে। একবার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। আরও একটি প্রচেষ্টা গিয়ে লাগে বারপোস্টে।
এই জয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ টানা দুই ম্যাচেই জয় পেল এবং প্রতিপক্ষের জালে ৯টি গোল পাঠিয়েছে। তাদের নিজেদের জালে এখনও কোনো গোল হয়নি। আগামী শনিবার তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে—যাদের মিয়ানমার ৮-০ ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে জয় বা ড্র করলেই ইতিহাস গড়ে মূলপর্বে পা রাখবে আফাইদা খন্দকারের শিষ্যারা।
উল্লেখ্য, মিয়ানমারের বিপক্ষে এই জয় বাংলাদেশ নারী দলের জন্য দারুণ এক প্রাপ্তি। র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা দলটির বিপক্ষে মাঠে নামার আগে তারা ২০১৮ সালের অলিম্পিক বাছাইয়ে ৫-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশকে। সেই স্মৃতি পেছনে ফেলে এবার দাপট দেখিয়ে জয় নিয়ে ফিরছে পিটার বাটলারের দল।
একুশে সংবাদ/এ.জে