শিশুর কথা শুনব, শিশুর জন্য কাজ করব—এই প্রতিপাদ্যে সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন—লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, সহকারী কমিশনার হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, আবুল মোবারক ভূঁইয়া ও অন্যান্যরা।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, “শিশুরা অনুকরণপ্রিয়। তারা যা দেখে বা শিখে তা অনুকরণ করে। তাই শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। এই ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাতে শিশুরা বিপদে না পড়তে হয়।”
তিনি আরও উল্লেখ করেন, “সমাজে কিছু অভিভাবক শিশুকে বোঝা মনে করে। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হয়, ছেলেদের কাজে পাঠানো হয়। ফলে শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার হার কমছে। অথচ সরকার ও স্কুলগুলো বিনামূল্যে বই, উপবৃত্তি ও খাবার সরবরাহ করছে। অভিভাবকদের সচেতনতা থাকলে শিশুর জীবন সুরক্ষিত হবে।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক জাগরণের মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ আরও ফলপ্রসূ হবে এবং শিশুদের ভবিষ্যৎ সুন্দর হবে।
একুশে সংবাদ/এ.জে