AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব বিএনপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৯ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে গণভোট একইসঙ্গে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সময় ও রাষ্ট্রীয় সম্পদ—উভয়ই সাশ্রয় হবে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুটি ব্যালট দিলে জনগণ বিভ্রান্ত হবে—এমন ধারণা ভুল। স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোট হয়, জনগণ তা সামলাতে সক্ষম। নির্বাচন কমিশন যদি গণভোটের বিষয়ে যথাযথ প্রচারণা চালায়, ভোটাররা সহজেই এতে অংশ নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন একটি বড় আয়োজন। গণভোটের জন্য আলাদা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। একসঙ্গে হলে সময় বাঁচবে এবং নির্বাচন বিলম্বিত করার সুযোগও থাকবে না। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান, তারা যেন তা থেকে সরে আসেন।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সরকারের প্রতি আহ্বান জানান—অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে গণভোট আয়োজনের দায়িত্ব দিতে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচনী কোনো সংকট থাকবে না। জনগণ বাইরের কোনো প্রোপাগান্ডা বা বিদেশি বার্তা দ্বারা প্রভাবিত নয়।’

তিনি আরও বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী শক্তির বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা গণতন্ত্রের জন্য ভয়ংকর নজির হয়ে দাঁড়াবে।’

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!