ফরিদপুরের সালথায় গ্রাম্য দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় বিরোধ চলে আসছে। সকালে একটি চায়ের দোকানে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। এর পর কুদ্দুছ তালুকদারের সমর্থকরা উসমান তালুকদারের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
সংঘর্ষে দেশীয় অস্ত্র যেমন ঢাল-কাতরা, সড়কী-ভেলা এবং ইটপাটকেল ব্যবহার করা হয়। দুই ঘন্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হাসান রাসেল জানান, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষ ও ভাঙচুরের কারণে এলাকার মানুষ আতঙ্কিত। পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে