টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় দুই সিরিজে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসছে মে মাসেই আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ দল। রোববার বিকেলে ঘোষিত ১৬ সদস্যের দলে অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।
এর আগে সরে দাঁড়ানো শান্তর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারপ্রাপ্ত নেতৃত্ব দিয়ে নজর কাড়েন লিটন। এবার সেই বিশ্বাস স্থায়ী রূপ পেল বিসিবির ঘোষণায়।
বিসিবি জানায়, বিশ্বকাপকে সামনে রেখে তারুণ্যনির্ভর ও ভারসাম্যপূর্ণ দল গড়াই ছিল প্রাধান্য। নতুন স্কোয়াডে একাধিক উদীয়মান ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে, আরব আমিরাতের বিপক্ষে। এরপর দলটি পাকিস্তান সফরে যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
একুশে সংবাদ/ এ.জে
আপনার মতামত লিখুন :