২০০৪ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামেন সৌরভ গাঙ্গুলি। তিনি নিজের মিনি বিশ্বকাপ অভিযান শেষ করার আগে একটি দুর্দান্ত বিশ্বরেকর্ড গড়েন। সেই রেকর্ড অটুট রয়েছে দুই দশকেরও বেশি সময়। শেষমেশ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নেমে সৌরভের ২১ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন হার্দিক পান্ডিয়া।
আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত সব থেকে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড রয়েছে সৌরভ গাঙ্গুলির নামে। দাদা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৭টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৩টি ম্যাচের ১১টি ইনিংসে ব্যাট করে এমন কৃতিত্ব অর্জন করেন।
মিনি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে যুগ্মভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি এই নিরিখে সৌরভের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বলা যায়। হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির মোট ৯টি ম্যাচে মাঠে নেমেছেন। মোটে ৬টি ইনিংসে ব্যাট করেই হার্দিক ছক্কা হাঁকিয়েছেন ১৫টি। সুতরাং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ২টি ছক্কা মারলেই সৌরভের রেকর্ড ছুঁয়ে ফেলবেন পান্ডিয়া। ৩টি ছক্কা হাঁকালে সৌরভের বিশ্বরেকর্ড ছিনিয়ে নেবেন হার্দিক।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ৫ ব্যাটার
১. সৌরভ গাঙ্গুলি (ভারত)- ১১টি ইনিংসে ১৭টি ছক্কা।
২. হার্দিক পান্ডিয়া (ভারত)- ৬টি ইনিংসে ১৫টি ছক্কা।
৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ১৭টি ইনিংসে ১৫টি ছক্কা।
৪. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ১০টি ইনিংসে ১৪টি ছক্কা।
৫. ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড)- ১৩টি ইনিংসে ১৪টি ছক্কা।
পান্ডিয়া ছাড়াও রবিবার সৌরভের এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। রোহিত এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৪টি ম্যাচে মাঠে নেমেছেন। ১৪টি ইনিংসে ব্যাট করে তিনি সাকুল্যে ১১টি ছক্কা মেরেছেন। সুতরাং, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে সৌরভকে টপকাতে রোহিতের দরকার আরও ৭টি ছক্কা। হিটম্যান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে পরিচিত ছন্দে ব্যাট করতে পারলে সৌরভকে টপকে যেতেই পারেন।
হার্দিক পান্ডিয়া চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৩টি ইনিংসে ব্যাট করেতে নামেন। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে তিনি ২৭.০০ গড়ে সাকুল্যে ৮১ রান সংগ্রহ করেছেন। ১০৮.০০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন পান্ডিয়া। তিনি চার মেরেছেন ৬টি এবং ছক্কা হাঁকিয়েছেন ৫টি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :