AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন রশিদ খান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন রশিদ খান

আফগানিস্তান টেস্ট দলে প্রায় চার বছর পর ফিরেছেন রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে অন্তর্ভূক্ত হয়েছেন এই তারকা লেগস্পিনার। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ২৬ ডিসেম্বর থেকে বুলাওয়েতে শুরু হবে।  

২৬ বছর বয়সী রশিদ পিঠের ইনজুরির কারণে নিজ দেশের সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারেননি। দীর্ঘদিনের এই ইনজুরির কারণে এ বছরের শুরুতে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলাইমানখিল বলেছেন, ‘রশিদ খানের টেস্ট দলে ফেরা লাল বলের ক্রিকেটে আমাদের এগিয়ে যাবার ইঙ্গিতই দিচ্ছে। আশা করছি ,পুরো দল ভালো একটি পারফরম্যান্স উপহার দেবে।’

ওয়ানডে ও টি-২০ দলের নিয়মিত সদস্য বাঁহাতি টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আতাল প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। লাল বলের ক্রিকেটে আফগানদের নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহিদী।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখাইল, আসফার জাজাই, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতুল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রেহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জারদান, ফরিদ আহমেদ মালিক।

একুশে সংবাদ/ এস কে

Link copied!