AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসি পরীক্ষা-২০২৫: কেন্দুয়ায় শতভাগ পাশ  ১ মাদ্রাসায়


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
১২:১৫ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

এইচএসসি পরীক্ষা-২০২৫:  কেন্দুয়ায় শতভাগ পাশ  ১ মাদ্রাসায়

বৃহস্পতিবার  প্রকাশিত এইচএসসি  ও সমমানের পরীক্ষা-২০২৫  ফলাফলে নেত্রকোনার  কেন্দুয়া উপজেলার ৭ কলেজ, ৫  মাদ্রাসা এবং ৫ কারিগরি কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২২০৭  জন পরীক্ষার্থী,পাশ করেছে ১২১১জন জন।পাশের হার ৫৫ শতাংশ। এর মধ্যে মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষায় অংশ গ্রহন করে ১৯ জন ই পাশ করেছে। পাশের হার শতভাগ। এর মধ্যে কলেজ থেকে ৬ জন,কারিগরি থেকে ১৮ জন  এবং মাদ্রাসা থেকে ১৭ জন জিপিএ -৫ অর্জন করেছে।

ফলাফলে দেখা যায় কেন্দুয়া সরকারি কলেজ থেকে জিপিএ -৫ পেয়েছে  ৬ জন,বানেটেক কারিগরি কলেজ থেকে ২ জন,ওরিয়েন্ট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে  ৪ জন,মঞ্জুর কাদের কোরাইশী বিএম মহিলা কলেজ থেকে ৮ জন, প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট বিএম কলেজ থেকে ৩ জন, তাবিউল মুরসালিন নগর কারিগরি কলেজ থেকে ১ জন  জিপিএ -৫ পেয়েছে।ভরাপাড়া কামিল মাদ্রা থেকে জিপিএ -৫ পেয়েছে ১০ জন, রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসা থেকে ৬ জন ও মনকান্দা আলিম মাদ্রাসা থেকে জিপিএ - ৫ পেয়েছে ১ জন।

মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা মহিবুল্লাহ  জানান আমার প্রতিষ্ঠানের পাশের হার  শতভাগ  এবং জিপিএ ৫-১ জন পেয়েছে। পরীক্ষায় ১৯ জন অংশ নিয়ে ১৯ জনেই পাশ করেছে। ফলাফলের এই বিপর্যয়ের মাঝেও আমাদের শিক্ষার্থীরা শতভাগ  ফলাফল বয়ে আনতে পেরেছে।এতে আমরা খুবই খুশি। আমাদের এ ফলাফল ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসা থেকে শতভাগ পাশ করেছে। এ বছর এইচএসসি ও সমমানের  পরীক্ষায় ৪১ জন জিপিএ -৫ পেয়েছে এবং পাশের হার ৫৫ শতাংশ। ।আশা করছি আগামীতে কলেজ গুলোতে ফলাফল আরও ভাল হবে বলে আমার বিশ্বাস। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!