এক সময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই একচ্ছত্র আধিপত্য ভেঙে ফুটবলের মঞ্চে উঠে আসছেন নতুন মুখরা।
সোমবার রাতে সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম— ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সী পিএসজি তারকা জিতলেন ব্যালন ডি’অর ২০২৫, যা তার ক্যারিয়ারের প্রথম বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
ফ্রান্সের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি এই সম্মান অর্জন করলেন। এর আগে রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ-পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা পেয়েছিলেন এই মর্যাদাপূর্ণ ট্রফি।
পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন দেম্বেলে ও লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ইয়ামালকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন দেম্বেলে। প্যারিসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল-এর দেওয়া ব্যালন ডি’অর।
গত মৌসুমে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬ গোল। পিএসজিকে এনে দিয়েছেন ঐতিহাসিক ট্রেবল, শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগে একাই করেছেন ৮ গোল। ফলে ব্যালন ডি’অর তার হাতে উঠবে—এমনটা আগে থেকেই অনুমেয় ছিল।
অন্যদিকে, নারী বিভাগে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি গড়লেন অনন্য নজির। টানা তৃতীয়বারের মতো জিতলেন ব্যালন ডি’অর, যা নারী ফুটবলে এর আগে কেউ পারেননি।
একুশে সংবাদ/এ.জে