নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিতে বাধা সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আলতাব হোসেন (২৬), পিতা মৃত বিল্লাল মোল্লা—তিনি একই এলাকার এক শিশুকে (নাম লামিয়া আক্তার, বয়স ১০, পিতা মো. জামিরুল ইসলাম) যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনির চেষ্টা চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে উত্তেজিত জনতার কারণে অভিযুক্তকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লালপুর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছান। সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে আরও সহিংসতা এড়ানো সম্ভব হয় এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
বর্তমানে ভুক্তভোগী শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/এ.জে