AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনের কারাদণ্ড, তিন ব্যবসায়ীকে জরিমানা



রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনের কারাদণ্ড, তিন ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে তিন দিনের কারাদণ্ড এবং তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরে সরকারি খাস জমি থেকে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে কাউখালী গ্রামের আবু মুন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা না দেওয়ায় পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এছাড়া উপজেলা সদরের বাহেরচর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্সবিহীন ব্যবসার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে—‘পটুয়াখালী বেকারী’-র কারিগর মোহাম্মদ সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা,‘মেসার্স শাহানারা ইন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আলমগীর দফাদারকে ১৫ হাজার টাকা, এবং ‘জনসেবা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী নিরঞ্জন চন্দ্র দাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে জেল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!