AB Bank
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের প্রতি গাভাস্কারের সতর্ক বার্তা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ভারতের প্রতি গাভাস্কারের সতর্ক বার্তা

আর একদিন পরই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে স্বাগতিক ভারত। তার আগে স্বাগতিক দলকে সতর্ক  করেছেন  ভারতীয়  কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তার মতে, সদ্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেরা ছন্দে আছে বাংলাদেশ। এবার ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে আত্মবিশ^াসে টগবগ করছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও টেস্ট সিরিজ জয়ই প্রধান লক্ষ্য টাইগারদের। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনই বলেছেন, ‘পাকিস্তানে সিরিজ জয়ের পর আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দলের ছেলেরা বিশ^াস করে, আমরা ভারতকে হারাতে পারি। প্রতিটি সিরিজই একটি সুযোগ। আমরা ভারতের বিপক্ষে দু’টি ম্যাচই জয়ের জন্য খেলবো।’

টেস্টে বাংলাদেশ দল সেরা ছন্দে থাকাতেই  ভারতকে সতর্ক করলেন গাভাস্কার। ভারতীয় দৈনিক মিড ডে’তে এক কলামে গাভাস্কার বলেছেন, ‘পাকিস্তানের মাটিতে দুই টেস্টেই স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে, এখন তারা সমীহ করার মতো দল। কয়েক বছর আগেও বাংলাদেশ সফরে কঠিন পরীক্ষার মুখে পড়েছিলো ভারত। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতকেও কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ।’

এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১১টিতে জয় পেয়েছে ভারত। ২টি টেস্ট ড্র হয়। ২০২২ সালে সর্বশেষ টেস্টে দেখা হয়েছিলো দু’দলের। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো ভারত। ঐ সিরিজে চট্টগ্রাম টেস্ট ১৮৮ রানে জিতলেও এবং মিরপুরের ম্যাচে হারের মুখে পড়েছিলো টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয়ে সিরিজ জিতে নেয় ভারত।

তবে অতীতের চেয়ে বাংলাদেশ দল এখন আরও বেশি পরিপক্ব বলে মনে করেন গাভাস্কার। দলে বেশ কিছু দারুন ক্রিকেটার থাকায় এখন আর কোন প্রতিপক্ষকেই ভয় পায় না টাইগাররা। গাভাস্কার বলেন, ‘বাংলাদেশ দলে কিছু দুর্দান্ত ও কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষকে দেখে ভয় পাবার বিষয়টি কাটিয়ে উঠেছে। এখন যেসব দল তাদের বিপক্ষে খেলবে, তারা জানে বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ পাকিস্তানও ভালোভাবে বুঝতে পেয়েছে। এই সিরিজও দেখার জন্য অপেক্ষা করতে হবে।’ 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায়, বাংলাদেশ-ভারত সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত এবং চতুর্থস্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের ৬৮ দশমিক ৫২ এবং বাংলাদেশের ৪৫ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট আছে। এই সিরিজের বিজয়ী দল ফাইনালের পথে ভালোভাবেই টিকে থাকবে।
 

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!