ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে সচেতনতা বাড়াতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবীদল। সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া স্পিডবোর্ড ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গলাচিপা সদর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. মামুন মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রাড়ী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. চুন্নু মৃধা ও সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মুন্সী ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আবুল বাসারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের নির্দেশনায় গলাচিপা উপজেলার ১২ ইউনিয়নে ৪৮টি টিম গঠন করা হয়েছে, যারা মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক কাজ করছে। প্রশাসনের পাশাপাশি আমরা পাহারার ব্যবস্থা করেছি, কেউ সরকারি আইন অমান্য করে মা ইলিশ ধরলে তাকে আইনের আওতায় আনা হবে।”
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের অর্থনীতিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশ থেকে বঞ্চিত হবে।” তিনি জেলেদের সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা “মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না”—এই শ্লোগান দিয়ে মানববন্ধন সমাপ্ত করেন।
একুশে সংবাদ // র.ন