কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর (Proportional Representation) পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ— এসবই আজ গণমানুষের দাবি।
তিনি আরও বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ বলেই গণ্য হবে। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারির নির্বাচনে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে। তাই শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
একুশে সংবাদ // র.ন