পাকিস্তানে সিরিজ জিতে দেশে ফেরার পরপরই ভারতের উদ্দেশ্যে উড়াল দিতে হবে ক্রিকেটারদের।ভারত সফরে টেস্ট ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। লাল বলের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে।
এখানকার মাঠটি স্পিনসহায়ক। তাই বাংলাদেশ ও ভারতের একাদশে স্পিনারদের আধিক্য থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এরপর বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলতে চলে যাবে কানপুরে। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
এই দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রতিটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে। দুই টেস্টের পর বাংলাদেশ মুখোমুখি হবে টি-২০ সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিকরা।
ভারতের বিপক্ষে বাংলাদেশকে এই সিরিজে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এটা বলাই যায়। তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে গোয়ালিওরে ৬ অক্টোবর। ম্যাচটির আগের ভেন্যু ছিল ধর্মশালা। সেখানে সংস্কার কাজ চলায় ভেন্যু সরিয়ে গোয়ালিওরে নিয়ে আসা হয়।
পরের দুই ম্যাচ যথারীতি ৯ এবং ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে যথাক্রমে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। টি-২০ সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট-১৯ সেপ্টেম্বর-চেন্নাই
২য় টেস্ট-২৭ সেপ্টেম্বর-কানপুর
টি-২০ সিরিজ
৬ অক্টোবর-গোয়ালিওর
৯ অক্টোবর-দিল্লি
১২ অক্টোবর-হায়দরাবাদ
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :