AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৭ পিএম, ৬ আগস্ট, ২০২৪

ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

শ্রীলংকার বিপক্ষে নিজ মাঠে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে প্রথমবারের মত ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তৃতীয় টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন ওপেনার জ্যাক ক্রলি। শ্রীলংকার বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার। ক্রলির পরিবর্তে দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন ড্যান লরেন্স। 

প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ডাক পেলেন লরেন্স। সর্বশেষ ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। ১১ টেস্টে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৫৫১ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

এদিকে দলে ব্যাক-আপ ব্যাটার হিসেবে রাখা হয়েছে কক্সকে। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে ১২ ইনিংসে ৬৯.৩৬ গড়ে ৩টি সেঞ্চুরিতে ৭৬৩ রান করেছেন ২৩ বছর বয়সী এ ব্যাটার।

আগামী ২১ অগাস্ট থেকে ম্যানচেস্টারে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও শ্রীলংকা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ২৯ অগাস্ট ও ৬ সেপ্টেম্বর।

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ম্যাথু পটস ও ওলি স্টোন।

একুশে সংবাদ/ এস কে  

 

Shwapno
Link copied!