AB Bank
ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৫ পিএম, ৩০ জুলাই, ২০২৪
পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলেও টি-২০ বিশ্বকাপে ভিন্ন কিছুর স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবশেষ টুর্নামেন্টে অংশ নিয়ে তাদের দৌড় থামে সেমিফাইনালে।

পরপর দুই ফর‌ম্যাটের বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করলেন ইংলিশদের সাদা বলের (ওয়ানডে ও টি-২০) কোচ ম্যাথু মট। ইংল্যান্ডের দুই ফরম্যাটের প্রধান কোচের পদে তার সঙ্গে চুক্তি ছিল চার বছরের। তবে মাঝপথেই তিনি আজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে গত নয় মাসে দলীয় পারফরম্যান্সের পর্যালোচনা করতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি’র সঙ্গে বৈঠকে বসেন মট। এরপরই তিনি দায়িত্ব ছাড়ার কথা জানান।

মট চলে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তার সহকারী হিসেবে থাকা মার্কাস ট্রেসকোথিককে।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ইংলিশ কোচ মট বলেছেন, ‘গত দুই বছরে আমরা সাফল্য পাওয়ার লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এই সময়ে দল যেমন মানসিকতা ও খেলার প্রতি নিবেদন দেখিয়েছে সেসব আমাকে গর্বিত করেছে।

আমি ইংল্যান্ড মেন্স দলের কোচের দায়িত্ব পালন করতে পেরে অনেক গর্বিত। এটি আমার জন্য অনেক সম্মানের। এর মধ্যে ছিল ২০২২ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়। আমি দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অসাধারণ কিছু স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি।

ক্রিকেটার, ম্যানেজমেন্টসহ ইসিবির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থেকে যারা আমাকে সমর্থন ও কঠোর পরিশ্রম দিয়ে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পরিশেষে ইংল্যান্ড সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা সবসময় অকুণ্ঠ সমর্থন দিয়েছেন।’

মট দায়িত্ব ছাড়ার পরই সম্ভাব্য নতুন কোচ হিসেবে কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান কোচ হওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন।

এর বাইরে তালিকায় আছেন দ্য হানড্রেডের দল নর্দার্ন সুপারচার্জার্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ, ২০২২ সালের কোচিং স্টাফে থাকা মাইকেল হাসি ও কুমার সাঙ্গাকারার নাম। যদিও এসব এখন কেবলই গুঞ্জন!
একুশে সংবাদ/ এস কে

Link copied!