AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদ স্বাক্ষরের মধ্যদিয়ে আজ নতুন বাংলাদেশের জন্ম হলো : প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরের মধ্যদিয়ে আজ নতুন বাংলাদেশের জন্ম হলো : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ বাংলাদেশের নতুন জন্মের প্রতীক; এই নবযাত্রার পেছনে আছে গণঅভ্যুত্থানের চেতনা ও মানুষের আত্মত্যাগ।’

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আজকের দিনটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সেই অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায়— যেখানে জাতি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।”

তিনি অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগ ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না। জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে সেই সাহসী মানুষদের প্রতি, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।”

সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থান আমাদের পুরোনো বিতর্কের বেড়াজাল থেকে মুক্ত করেছে। এখন আমরা নতুন ভাবনায় রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোচ্ছি— যেখানে সংবিধান ও শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার যুক্ত হবে।”

তিনি আরও জানান, জুলাই সনদে জাতির প্রত্যাশিত কাঠামোগত পরিবর্তনের ভিত্তি স্থাপন হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!