AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলে জিতল ভারত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৩৪ পিএম, ৫ জুন, ২০২৪
আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলে জিতল ভারত

জয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু করলো ভারত। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে আয়ারল্যান্ডকে      হেসেখেলেই পরাজিত করে ভারত।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৯৬ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১২.২ ওভারে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ভারত।ভারতের হয়ে রান তাড়া করতে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এদিন শুরুতেই সাজঘরে ফেরেন কোহলি, করেন মাত্র ১ রান। তবে রিশাভ পান্টকে সঙ্গে নিয়ে সহজ জয়ের পথে দলকে এগিয়ে নিচ্ছেন রোহিত।

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আয়ারল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে জোড়া আঘাতে দুই ওপেনারকে ফেরান আর্শদীপ সিং।

আইরিশ ব্যাটারদের কেউই ক্রিজে থিতু হতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে গ্যারেথ ডিলানির ব্যাট থেকে। এছাড়া জশ লিটল ১৪, কার্টিস ক্যাম্ফার ১২ ও লরকান টাকার ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে দারুন বল করেন হার্দিক পান্ডিয়া। তিনি তিনটি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া বুমরাহ ও আর্শদীপ দুটি এবং সিরাজ ও আক্সার প্যাটেল একটি করে উইকেট তুলে নেন।

 

একুশে সংবাদ/ এস কে 


 

 

Link copied!