AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:০৭ এএম, ১৮ মার্চ, ২০২৪
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল টিম টাইগার্স। তবে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ সমতা ফেরায় লঙ্কানরা। এতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। যেখানে সমান সুযোগ রয়েছে দুদলেরই। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। এতে ফিল্ডিং করবেন নাজমুল হোসেন শান্তরা।

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে তিন পরিবর্তন এসেছে টিম টাইগার্সের একাদশে। লিটন, সাকিব ও তাইজুলের জায়গা নিয়েছেন যথাক্রমে এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলংকা। চোটে আক্রান্ত দিলশান মাদুশঙ্কার পরিবর্তে সুযোগ পেয়েছেন মহেশ থিকসানা।

ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে এটি দশম সিরিজ। আগের ৯টি সিরিজে মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ।  দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ সিরিজেই এসেছিল সেই সাফল্য।

২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ তিন বছরের আগের সাফল্য ধরে রাখা। বাকি ৮ সিরিজের ২টি হয়েছে ড্র। অন্য ৬ সিরিজের ট্রফি গিয়েছে লঙ্কানদের ঝুলিতে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জেনিথ লিয়ানাগে, দিনুথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান ও মহেশ থিকসানা।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!