রাজধানীর শাহবাগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে অবরোধ (ব্লকেড) করছেন। বুধবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকরা মোড়ের সকল যান চলাচল বন্ধ করে দেন।
শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো শ্রেণিকক্ষে পাঠদান করবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই অবস্থান কর্মসূচি আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়। গত মঙ্গলবার তারা মার্চ টু সচিবালয় পালন করেন।
গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে; তবে ৫ অক্টোবর ঘোষণার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া অন্তত দুই থেকে তিন হাজার টাকায় বৃদ্ধি করা হয়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের অধীনে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১,৫০০ টাকার বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। আগে বছরে দুটি উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ হারে দেওয়া হতো, যা সম্প্রতি ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে।
এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, কারণ দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
একুশে সংবাদ // র.ন