বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পান চাষীরা ১১ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। উপজেলা সদরে অনুষ্ঠিত কর্মসূচিতে উজিরপুর পান চাষী সমিতির সভাপতি মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ বাদল, পান চাষী সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদক নিমাই মন্ডল, জাতীয় খেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ।
চাষীরা অভিযোগ করেছেন, পানের রপ্তানিতে সরকার কেজি প্রতি ৫ ডলার ধার্য করার কারণে বাংলাদেশ থেকে রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। এতে প্রতিবেশী দেশগুলো বাজার দখল করছে এবং দেশের চাষীরা চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। উৎপাদন খরচ যেমন—বাঁস, সরিষার খৈল, সার ও ঔষধ—উচ্চমুখী, বিক্রয় শাকতিও নিম্নমুখী হওয়ায় চাষীরা আরও সমস্যায় পড়েছেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজারের কাছে ১১ দফা দাবিসহ স্মারকলিপি হস্তান্তর করেন।
একুশে সংবাদ // র.ন