AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাথুরুর বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন মাশরাফী


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:১৭ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

হাথুরুর বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন মাশরাফী

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সম্প্রতি এই টুর্নামেন্টটি নিয়ে নেতিবাচক একটি মন্তব্য করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে তিনি বলেছেন, বিপিএল দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন।

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। হাথুরুসিংহের এমন মন্তব্যের একদিন পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি জব করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এতো বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কন্ডাক্ট বা ইথিকসে পড়ে কি না।

বিসিবি বস বলেন, ‘আমি প্রথম কথাটা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া। কোনো প্রকার ক্ষমতা ছাড়া।’

তিনি আরো বলেন, ‘বিশেষ করে এই ধরণের (জায়গায়) যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সম্প্রতি একটি গণমাধ্যমকে মাশরাফী বলেন, ‘কখনোই রিমোর্ট দিয়ে টিভি অফ করে দেয়ার মতো অবস্থা আমার মনে হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমার ব্যস্ততার কারণে শেষ চারদিন আমার ম্যাচগুলো দেখা হয়নি। অবশ্যই বিপিএলে আমার দেশের খেলোয়াড়রা খেলছে, সেখানে রিমোট দিয়ে বন্ধ করা বা ঘুরিয়ে দেয়ার প্রশ্নই উঠে না।’

চ্যাম্পিয়ন হবে কোন দল? এমন প্রশ্নে মাশরাফী বলেন, ‘রংপুরকে আমার ফেভারিট মনে হয়েছে। অবশ্যই কুমিল্লা সবসময়ই শিরোপা রেসে থাকে। বরিশালও ফেভারিট টিম। কিন্তু রংপুরকে আমার কাছে ফেভারিট মনে হয়েছিল।’

একুশে সংবাদ/এস কে

 

Shwapno
Link copied!