AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রাকসু নির্বাচনের ফল ঘোষণা:

ভিপি মোস্তাকুর, এজিএস সালমান; জিএস সাবেক সমন্বয়ক আম্মার


Ekushey Sangbad
রাবি প্রতিনিধি
০৮:৫৯ এএম, ১৭ অক্টোবর, ২০২৫

ভিপি মোস্তাকুর, এজিএস সালমান; জিএস সাবেক সমন্বয়ক আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি, যেখানে শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি ভোট। উল্লেখ্য, আম্মার এবং ফাহিম—দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ৬ হাজার ৯৭৫টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১টি ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। প্রথমে নারী হলগুলোর ফলাফল প্রকাশ করা হয়।

রাকসু নির্বাচনে ১০টি প্যানেল অংশ নেয়। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী, ১৭ হল সংসদের ১৫টি পদে ৫৯৭ জন, এবং সিনেট ছাত্র প্রতিনিধির ৫টি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ২৮ হাজার ৯০১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। নারী ভোটারদের ভোটদানের হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!