AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:০৯ এএম, ১৭ অক্টোবর, ২০২৫

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ১৭ ঘণ্টা পর এসে নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিশ্চিত করেন, ২৫টি ইউনিট টানা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও সহায়তা দেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, “আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করেছেন। সবচেয়ে স্বস্তির বিষয় হলো—আগুন পাশের স্থাপনাগুলোয় ছড়িয়ে পড়েনি। সবাই একসঙ্গে কাজ করায় ক্ষয়ক্ষতি আরও বড় আকার ধারণ করেনি।”

অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকায় অবস্থিত একটি কারখানায় প্রথম আগুন লাগে। পরে তা ‘জিন হং মেডিকেল’ নামের আরেকটি কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ে এবং দুটি কারখানাই ক্ষতিগ্রস্ত হয়।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!