AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মতভিন্নতা নিয়েই আজ স্বাক্ষর হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৫ এএম, ১৭ অক্টোবর, ২০২৫

মতভিন্নতা নিয়েই আজ স্বাক্ষর হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’

বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতা ও অনিশ্চয়তার আবহ সত্ত্বেও আজই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর স্বাক্ষর অনুষ্ঠান। এ উপলক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তুতি শেষ হয়েছে। সাজানো হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।

অনুষ্ঠানকে ঘিরে সংসদ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালে সংসদ প্রাঙ্গণে ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এদিকে, স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি বলেন, “আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। দেশের প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি—যেখানেই থাকুন না কেন, ঘরে, রাস্তায়, দোকানে, কারখানায় কিংবা মাঠে—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।”

প্রধান উপদেষ্টা আরও যোগ করেন,“এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়—ঐক্যের শক্তি অনুভব করার সময়। আজকের দিনটি গর্ব, আশা ও নতুন প্রেরণার প্রতীক।”

জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের আগস্টে গঠিত হয়। প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ—গঠন করা হয়।

এরপর কমিশন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করে। প্রথম দফায় ৩৩টি এবং দ্বিতীয় দফায় ৩০টি দল অংশ নেয় আলোচনায়। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রক্রিয়ায় ৮৪টি সংস্কার প্রস্তাবের ওপর ঐকমত্যে পৌঁছে কমিশন।

এরপর ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হয়। মতামত ও সংশোধনের প্রস্তাব পর্যালোচনা শেষে চূড়ান্ত সংস্করণটি প্রস্তুত করে জাতীয় ঐকমত্য কমিশন। ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকল রাজনৈতিক দলের কাছে সনদের চূড়ান্ত কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!