AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস হেরে ব্যাটিংয়ে খুলনা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

টস হেরে ব্যাটিংয়ে খুলনা

দশম বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। এরই মধ্যে আসরের প্লে-অফ নিশ্চিত করেছে চার দল। এজন্য সিলেট-খুলনার ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতার।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ৪২তম ম্যাচে খুলনার বিপক্ষে নামবে বরিশাল। ম্যাচটি শুরু হবে ৭টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন। এতে আগে ব্যাট করবে খুলনা।

দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে চতুর্থ দল প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। তাদের জয়ে যতটুকু আশা ছিল খুলনার, কার্যত সেটিও শেষ হয়ে গেছে। কেননা খুলনার চেয়ে এক ম্যাচ বেশ জয় ছিল বরিশালের, কুমিল্লার কাছে হারলে একটা সম্ভবনা তৈরি হতো।

এদিকে নিয়মরক্ষার ম্যাচে বেশকিছু পরিবর্তন এনেছে খুলনা। বিজয়ের ভাষ্যে, শেষ ম্যাচে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ দিতে চান তারা।

খুলনা একাদশ: এনামুল হক (অধিনায়ক), আফিফ হোসেন, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, রুবেল হোসেন, ওশেন থমাস, নাহিদুল ইসলাম, জন-রাস জাগেসার, জেসন হোল্ডার, আরিফ আহমেদ এবং ওয়েন পার্নেল।

সিলেট একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলি, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।


একুশে সংবাদ/এস কে

Link copied!