AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বোয়ালখালী সংবাদ’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



‘বোয়ালখালী সংবাদ’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের আস্থা অর্জন করেছে স্থানীয় পত্রিকা ‘বোয়ালখালী সংবাদ’। গণমাধ্যমের এই ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন বক্তারা।

সোমবার (১৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর বোয়ালখালী প্রেস ক্লাবের কার্যালয়ে পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, সমাজসেবক ও রাজনীতিবিদ হাজি আবু আকতার, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী এবং বোয়ালখালী পৌর বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবর্তী।

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি, এম মনির চৌধুরী রানা, শাহ আলম বাবলু, সমাজকর্মী মো. হায়দার চৌধুরী, উপজেলা তরুণ দলের আহ্বায়ক নুরুল কবির, ইব্রাহিম হোসেন সজীব, আবদুল ছাত্তার ও আবদুল ছবুর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মন জয় করেছে বোয়ালখালী সংবাদ। গণমানুষের কথা বলার এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী বুড়া মসজিদের মোতাওয়াল্লি ও রাজনীতিবিদ আলহাজ মো. নুরুন্নবী চৌধুরীসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

একুশে সংবাদ//র.ন
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!