AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্লপের বদলী খুঁজে বের করা এখন লিভারপুলের সামনে বড় কাজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৯ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৪
ক্লপের বদলী খুঁজে বের করা এখন লিভারপুলের সামনে বড় কাজ

মৌসুমের শেষে জার্গেন ক্লপের স্থানে নতুন কোচ বেছে নিতে লিভারপুলকে অনেক কঠিন দায়িত্ব পালন করতে হবে বলে স্বীকার করেছেন রেডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক।যদিও ফন ডাইক মোটেই বিশ্বাস করেন না, লিভারপুলের দীর্ঘ সময়ের ভবিষ্যত বর্তমান মৌসুমে ক্লাবের লক্ষ্যের উপর কোন প্রভাব ফেলবে। রোববার লিভারপুল নরউইট সিটিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে। ক্লপের আকস্মিক সিদ্ধান্তের পর এটাই ছিল লিভারপুলের প্রথম ম্যাচ।

ক্লপের যোগ্য উত্তরসূরী খুঁজতে কষ্ট হলেও এক্ষেত্রে লিভারপুল সঠিক সিদ্ধান্ত নিবে বলেই ভার্জিল ফন ডাইক বিশ্বাস করেন। এ সম্পর্কে রেডস অধিনায়ক বলেছেন, ‘ক্লাবের হাতে এখন অনেক বড় একটি কাজ অপেক্ষা করছে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারছে। এখানে শুধুমাত্র কোচের বদলী নয়, পুরো কোচিং স্টাফ এখানে জড়িত, সাথে অনেক কিছু সম্পৃক্ত রয়েছে। আমি বিষয়টি নিয়ে খুবই কৌতুহূলী, কোথায় শেষ পর্যন্ত গিয়ে সবকিছু দাঁড়ায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এর মাধ্যমে জার্গেন ক্লপের যুগ শেষ হতে যাচ্ছে। আমি এখনো এর অংশ, যে কারনে এ সম্পর্কে কোন কথা বলতে চাইনা। এখন আমাদের ভালমত মৌসুম শেষ করাই মূল লক্ষ্য। আশা করছি যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি সেটা সে পূরণ করতে পারবো। আর তখনই ক্লাবের ভবিষ্যত সবার সামনে আরো বেশী স্পষ্ট হয়ে যাবে। সবাই আরো ভালভাবে সবকিছু বুঝতে পারবে।’

ক্লপ পরবর্তী যুগে নিজের অবস্থান সম্পর্কে ফন ডাইক বলেছেন, এটা অনেক বড় একটি প্রশ্ন যার উত্তর আমি নিজেও জানিনা।’

ক্লপের বিদায়ের আগে লিভারপুলের সামনে প্রিমিয়ার লিগে এখনো বড় পরীক্ষা অপেক্ষা করছে। বুধবার চেলসি সফরে যাবার পর আগামী সপ্তাহে টেবিলের দ্বিতীয় দল আর্সেনালের মোকাবেলা করবে অল রেডসরা। ৩২ বছর বয়সী ডাচ ডিফেন্ডার ফন ডাইক স্বীকার করেছেন চার প্রতিযোগিতার শিরোপা প্রত্যাশী লিভারপুলের লক্ষ্য একটাই, এখানে কোন পার্থক্য নেই।

 এ সম্পর্কে ফন ডাইক বলেন, ‘কোন কিছুই আসলে পরিবর্তন হয়নি। অবশ্যই মৌসুমের পরে পরিবর্তন বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে তেমন কিছু স্পষ্ট করে বলা যাচ্ছেনা। আমাদের নিজেদের ম্যাচের উপর শতভাগ মনোযোগ ধরে রাখতে হবে। কাজের থেকে মুখে বলাটা অনেক সহজ। কিন্তু দলের সকল খেলোয়াড়ের কাছেই এখন সব বিষয় আরো বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদের লক্ষ্য পূরণে আমাদের সকলকে নিশ্চিতভাবেই একত্রিত হয়ে থাকতে হবে। আমরা সবাই মানুষ, আমাদেরও আবেগ রয়েছে। কিছু কিছু খেলোয়াড় কোচের সিদ্ধান্তকে ভিন্ন ভাবে দেখছে। এটাই স্বাভাবিক। কারন সকলের মানসিকতা এক নয়। কিন্তু কোন খেলোয়াড়ের পেশাদারীত্ব এতে কমে যায়নি, এতটুকু আমি নিশ্চিত করতে পারি। গত কয়েকদিনের অনুশীলন সেশন আগের কোন সময়ের তুলনায় একটুও ভিন্ন হয়নি।’

একুশে সংবাদ/এস কে 


 

Link copied!