রাজশাহীর তানোর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের বারান্দা থেকে চুরি যাওয়া ১১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আরজেদ আলী (৪৪), রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের উচাডাঙা গ্রামের সাইদুর রহমানের ছেলে। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে টাকা-সহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ জুলাই) রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোসা. মাবিয়া (৬৫) তানোর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে দলিল সম্পাদনার জন্য আসেন।
সাব-রেজিস্ট্রি অফিসের বারান্দায় অপেক্ষা করার সময় অসাবধানতাবশত টাকা ভর্তি ব্যাগটি চুরি হয়ে যায়।
চুরির ঘটনায় মোসা. মাবিয়া তানোর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালায়। ঘটনার দুই দিনের মাথায় ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি। একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে চুরি যাওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি টাকা ও অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

